প্রকাশিত: Thu, Nov 9, 2023 8:59 PM
আপডেট: Mon, Jan 26, 2026 6:26 AM

বিএনপি দু-একটা বাস পোড়ায়, আর লোক হাসায়

শামসুদ্দিন পেয়ারা: বিএনপি ১২-১৩ নভেম্বর ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা করেছে। এর আগেও তিন দফায় অবরোধ ডেকেছিল। রাস্তাঘাটে গাড়িঘোড়া চলেছে, দোকানপাট ও স্কুল-কলেজ খোলা ছিল। 

অবরোধ করার অর্থ তো ঘেরাও করে রাখা। ইসরাইল যেমন গাজাকে অবরোধ করে রেখেছে। কাউকে ঢুকতে বা বেরুতে দিচ্ছে না। কিন্তু বিএনপি কাকে ঘেরাও করবে? কাউকে ঘেরাও করতে তো দেখি না। দু-একটা বাস পোড়ায়, আর লোক হাসায়। এরা এসব প্রোগ্রাম দেবার আগে কিছু ভাবে না?